চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুর মহল্লা হতে ১০ লক্ষ টাকা মূল্যের ১০২ গ্রাম হেরাইনসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড আ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারকৃতরা হচ্ছে ওই মহল্লার মৃত এহসানের ছেলে মো. আনারুল (৫০) ও তার মেয়ে মোসা. রুমা বেগম (২৫)।
শুক্রবার দুপুর ১২টার দিকে নিজ বসতবাড়ীতে অভিযান চালিয়ে পিতা-কন্যাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে একটি হেরোইন ওজন করা নিক্তি জব্দ করা হয়। বিকেল চারটায় র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনাটি নিশ্চিত করা হয়েছে। র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তি¡তে চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরে আলমের নেতৃত্তে¡ অভিযানটি চালান হয়।
র্যাব আরও জানায়, গোয়েন্দা ও স্থানীয় সুত্রে জানা গেছে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ তাদের নিজ বসতবাড়ীতে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের মাধ্যমে এলাকার পরিবেশ বিনষ্টে জড়িত। তাদের গ্রেপ্তারে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
