নিজস্ব প্রতিবেদক :চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্তে রোববার রাতে সাড়ে চার কেজি গান পাওডার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় গ্রেফতার হয়নি কেউ।
চাঁপাইনবাবগঞ্জে ৯’বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবুল এহসান সোমবার সকাল সোয়া দশটার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার ইয়ারুল হকের নেতৃত্ত্বে শিবগঞ্জের ফতেপুর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল গাইপাড়া গ্রামের সীমান্ত পিলার ১০/১-এস এর নিকট অবস্থান নেয়।
রোববার রাত সাড়ে এগারটার দিকে দু’জন চোরাকারবারী দু’টি পোটলা হাতে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করে গাইপাড়া গ্রামের দিকে যেতে থাকলে বিজিবি দল তাদের ধাওয়া করে।
এতে তারা পোঁটলা ফেলে অন্ধকারের সুযোগে দ্রুত গাইপাড়া গ্রামের ভিতরে পালিয়ে যায়। পরে টহল দল তাদের ফেলে যাওয়া পোটলা হতে সাদা রং এর ২ কেজি ও ধুসর রং এর আড়াই কেজি গান পাওডার উদ্ধার করে।
বিজিবি জানায়, উদ্ধারকৃত গান পাওডার শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
