নিজস্ব প্রতিবেদক: আনন্দ র্যালী ও আলোচনা সভা আর কেক কাটার মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষির্কী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে র্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
এখানে জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি সাজেদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জেলা আ’লীগ সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান রুহুল আমিন। এ সময় স্বেচ্ছাসেবক লীগ, আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তরা বঙ্গবন্ধু’র আদর্শের সকল সংগঠনকে একই সাথে শেখ হাসিনার নেতৃত্তে দেশ গড়ার আহব্বান জানান। অনুষ্ঠানে সম্প্রতি ঘোষিত মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি সদস্য নির্বাচিত হওয়ায় সাকিনা খাতুন পারুল ও সাহিদা আক্তার রেখাকে সংবর্ধনা দেওয়া হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
