দক্ষিণ আফ্রিকা সফরে ইনজুরিতে পড়েন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। যার ফলে তাকে নিয়ে শঙ্কা দেয় বিপিএলে। বিপিএলে রাজশাহী কিংসের হয়ে মাঠে নামার কথা থাকলেও ইনজুরির কারণে বিপিএলের সিলেট পর্ব এখন চলতি ঢাকা পর্বে দেখা যাবে না তাকে।
কারণ মুস্তাফিজকে নিয়ে কোন ঝুঁকি নেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কারণ তার বাঁ পায়ের গোঁড়ালির ব্যথা পুরোপুরি ঠিক হলেই তাকে বিপিএল খেলার অনুমতি দেবে বিসিবি।
তবে মোস্তাফিজের গোড়ালির ব্যথাও কমেছে অনেকটা।
যার ফলে ইতিমধ্যেই নেটে একটু আধটু বোলিং প্র্যাকটিস করছেন তিনি। যার ফলে তাকে নিয়ে আশাবাদী রাজশাহী কিংস টিম ম্যানেজমেন্ট।
এ প্রসঙ্গে রাজশাহী কিংসের কোচ বলেন, আমরা আশা করছি এক সপ্তাহের মধ্যেই তাকে দলে পাব। নেটে সে স্বাভাবিক রান আপ এবং পূর্ণ গতিতে বল করছে। আমরা আশা করছি রাজশাহীর হয়ে ২৫ নভেম্বর মোস্তাফিজ খেলতে পারবে।
