মেয়ের পর এ বার যমজ ছেলের মা হলেন সানি
সোশ্যাল মিডিয়ায় এই খবরটা নিজেই শেয়ার করেছেন। সবাইকে সারপ্রাইজ দেওয়ার ঢঙে পোস্ট লিখে জানিয়েছেন, তাঁদের পরিবার সম্পূর্ণ হয়েছে। এক মেয়ের পর এ বার, যমজ ছেলের বাবা-মা হলেন সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবার।
ন’মাস আগেই কন্যাসন্তান দত্তক নিয়েছিলেন…