চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রবিবার বিকেলে বালিয়াদিঘি তালতলা এলাকা থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৫ গ্রাম হেরোইনসহ ১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিকদার মো. মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে এসআই রনি কুমার দাসসহ সঙ্গীয় ফোর্স বালিয়াদিঘি তালতলা এলাকায় অভিযান চালিয়ে ৩৫ গ্রাম হেরোইনসহ মোহদিপুর, ইংরেজ বাজার মালদার মোস্তফা শেখের ছেলে হাসিবুল শেখ (৩৪) কে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান অফিসার ইনচার্জ সিকদার মো. মশিউর রহমান।
Facebook videos